প্রকাশ্যে এলো জেনিফার-বেন দম্পত্তি নিয়ে বিস্ফোরক তথ্য

এফএনএস বিনোদন : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫১ পিএম : | আপডেট: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৪৯ পিএম
প্রকাশ্যে এলো জেনিফার-বেন দম্পত্তি নিয়ে বিস্ফোরক তথ্য

২১ মাসের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘটেছে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। সম্প্রতি তাদের দাম্পত্য জীবন নিয়ে সামনে এলো নতুন কিছু বিস্ফোরক তথ্য। যেখানে বলা হয়েছে, জেনিফার লোপেজের সঙ্গে দাম্পত্য জীবনে নিজেকে ‘বঞ্চিত’ অনুভব করতেন বেন অ্যাফ্লেক। রিডার অনলাইন ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেন অ্যাফ্লেক ‘নিয়ন্ত্রণকারী’ জেনিফার লোপেজের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দারুণ খুশি। কারণ তিনি এখন নিজের পছন্দের জিনিসগুলো উপভোগ করতে পারেন। একটি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেন ম্যাকডোনাল্ডস, টাকো বেল, জ্যাক ইন দ্য বক্স এবং স্টারবাকস কফি ও মিষ্টান্ন ভালোবাসেন। কিন্তু জেনিফারের সঙ্গে সম্পর্ক ও বিয়ের পর তিনি এসব থেকে বঞ্চিত হতেন। সূত্রটি আরও জানায়, যখন তিনি জেনিফারের সঙ্গে একত্রে থাকতেন, তখন তার প্রিয় খাবার, স্ন্যাকস ও সোডা থেকে দূরে থাকতে হয়েছিল। কিন্তু এখন (লোপেজ) চলে যাওয়ায়, তিনি আবারও তার পছন্দমতো খাবার খেতে পারেন এবং নিজের মতো উপভোগ করতে পারেন। তবে খাবারই একমাত্র জিনিস নয়, যা এই বিচ্ছেদের পর বেনের জীবনে ফিরে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে জেনিফার গার্নারের সঙ্গে তার সম্পর্ক আরও ভালো হচ্ছে এবং তিনি আবারও ধূমপান শুরু করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW