নড়াইলে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫৮ পিএম
নড়াইলে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে 'মার্চ ফর জাস্টিস' শোভাযাত্রা এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় আওয়ামী লীগ শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা। 

এছাড়া জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুণ্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। 

এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক মাহমুদুল হক তনুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে