শিক্ষাকে এগিয়ে নিতে হলে কঠোর পরিশ্রম করতে হয়: সাইফুল্লাহিল আজম

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩৬ পিএম
শিক্ষাকে এগিয়ে নিতে হলে কঠোর পরিশ্রম করতে হয়: সাইফুল্লাহিল আজম

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আব্দুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সাবেক মহাপরিচালক (গ্রেড-১) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মোঃ সাইফুল্লাহিল আজম বলেন, শিক্ষাকে এগিয়ে নিতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি বলেন, হাটিহাটি পা পা করে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান স্বপন তার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই। যে জাতি ও জনগণের জন্য কঠোর পরিশ্রম করে তার সাফল্য অনিবার্য। গতকাল সকাল ১০ টায় আব্দুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন আব্দুল মান্নান স্বপন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম, উপজেলা প্রকৌশলী বনি আমিন, বীর মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কাজল ইসলাম ও বলিয়ারদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, সাংবাদিক মহিউদ্দিন লিটন ও সাংবাদিক খলিলুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে