বরিশালে বিএনপি নেতার পদ স্থগিত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫৮ পিএম
বরিশালে বিএনপি নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার দুপুরে বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ আলম মিঞা ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন আহম্মেদ মৃধার স্বাক্ষরিত একপত্রে দলীয় পদ স্থগিত করার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। ওইপত্রে উল্লেখ করা হয়, বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে সিদ্দিকুর রহমানকে বার বার মৌখিকভাবে সর্তক করার পরেও তিনি সংশোধন না হওয়ায় তার চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে