পেঁয়াজ চাষীদের সফলতা দেখতে বিভাগীয় কমিশনার সুজানগরে

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪৭ পিএম
পেঁয়াজ চাষীদের সফলতা দেখতে বিভাগীয় কমিশনার সুজানগরে

কৃষি সচিবের পর এবার পেঁয়াজ চাষীদের সফলতা দেখতে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ সুজানগরে পেঁয়াজের মাঠ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি উপজেলার পাইকপাড়া গ্রামের মৌজায় আবাদকৃত পেঁয়াজের মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পেঁয়াজ আবাদের কার্যক্রম সম্পর্কে চাষীদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার সঙ্গে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দিন, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাহাঙ্গীর হোসেন, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম ও অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফারুক হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। পরে  বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পেঁয়াজ চাষীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে