‘ডেভিল' শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৩২ পিএম
‘ডেভিল' শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন পর্যন্ত না ‘ডেভিল’ নির্মূল হয়, ততদিন 'অপারেশন ডেভিল হান্ট' চলবে। রোববার সকালে রাজধানীর ফার্মগেটের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন উপদেষ্টা।

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা, ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার 'অপারেশন ডেভিল হান্ট' নামের অভিযান শুরুর ঘোষণা দেয়।

সেনা, নৌ, বিমান বাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার ও কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

অভিযানটি কাদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ডেভিল মানে কী? শয়তানই তো টার্গেট। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, যারা আইন অমান্য করে, দুষ্কৃতকারী এবং সন্ত্রাসী— তারাই আমাদের লক্ষ্য।”

অপারেশনে পাঁচজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করার কারণ জানতে চাইলে তিনি বলেন, “গ্রেপ্তার হয়েছে, হচ্ছে এবং হবে। কেন পাঁচজন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে, তা ইতোমধ্যে আপনাদের মিডিয়ায় এসেছে।”

গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের সবাইকে গ্রেপ্তার করা হবে বলেও হুঁশিয়ারি দেন সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “গাজীপুরে যারা এই ঘটনা ঘটিয়েছে, অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। যা প্রয়োজন, সবই করা হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে