দিঘলিয়ায় বিআরডিবি'র আওতাধীন পল্লী জীবিকায়ন প্রকল্প -৩য় পর্যায়ের ৩ দিন ব্যাপী সুফলভোগীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।বুধবার (০৩,০৪,০৫/ ডিসেম্বর/২০২৪) সকাল ১০ টায় শাকসবজি চাষের উপর ভিত্তি করে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিআরডিবি খুলনা এর উপপরিচালক মোঃ নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, বিআরডিবি উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ আশিকুর রহমান, দিঘলিয়া কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা। এছাড়াও ঢাকা থেকে বিভিন্ন কর্মকর্তা এ প্রশিক্ষণে ভার্চুয়ালী যুক্ত থেকে সুবিধাভোগী প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করছেন। এ প্রশিক্ষনটি গত ৩ ডিসেম্বর শুরু হয়েছে যা আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে।