প্রশাসনের নেই কোন নজরদারীতা

বাজিতপুর ও কুলিয়ারচরে বালূ উত্তোলনের হিড়িক

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০২ পিএম
বাজিতপুর ও কুলিয়ারচরে বালূ উত্তোলনের হিড়িক

কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর উপজেলায় স্টিলবডি নৌকা দিয়ে বালূ আনলোড করছে বালূ খেকুরা। প্রশাসনের নজরদারীতা নেই বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে বালূ খেকুরা প্রশাসনকে মেনেজ করে অবাধে স্টিলবডি নৌকা দিয়ে বালূ আনলোড করছেন। কিন্তু প্রশাসন দেখেও না দেখার ভান করছে। জানাযায়, উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে পাটুলীর আনাচে কানাচে গড়ে উঠেছে বালূ খেকুদের সর্ঘরাজ্য। তারা একটি বলয় পরিবর্তন হওয়ায় নতুন বলয়ে এসে কাউকে কোন তোয়াক্কা না করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এইদিকে কুলিয়ারচর উপজেলা সদরে মানিকদী ব্রীজের এপাড় ও ওপাড়ে অবাধে একই কায়দায় স্টিলবডি নৌকা থেকে বালূ ফেলার কারণে এই ব্রীজটি হুমকীর সম্মুখীন হচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। প্রশাসনকে এলাকার জনগন বললেও কোন কাজ হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামকে বার বার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেন নি। 

আপনার জেলার সংবাদ পড়তে