গফরগাঁওয়ে কৃতি শিশু শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫০ পিএম
গফরগাঁওয়ে কৃতি শিশু শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী

ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃতি শিশু শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের হলি টাচ একাডেমি উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির অধ্যক্ষ হাসিব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং পাকুন্দিয়া মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা এস এম ইউসুফ। অনুষ্ঠানে একাডেমি’র শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গফরগাঁও স্কলার্স ফোরাম আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে হলি টাচ একাডেমীর ২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ৮ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে