পিরোজপুরের কাউখালী উপজেলার হাসপাতাল রোডের হাওলাদার ম্যানশনে স্থাপনকৃত নিউ মেডিনোভা ডায়াগনিস্টক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুজন সাহা। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক এসএম আহসান কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান খান , প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সাংবাদিক রফিকুল ইসলাম।