বিরামপুরে কুখ্যাত বুলু আর্মির অত্যাচারে নিঃস্ব শত শত পরিবার

এফএনএস (মোঃ ছানা উল্যাহ; নবাবগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩৩ পিএম
বিরামপুরে কুখ্যাত বুলু আর্মির অত্যাচারে নিঃস্ব শত শত পরিবার

দিনাজপুরের বিরামপুর উপজেলার কুখ্যাত এক সুদখোরের অত্যাচারে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। উপজেলার বিনাইল ইউনিয়নের কুন্দন হাট গ্রামের মজিবর রহমান খান এর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য এনায়েত হোসেন খান ওরফে বুলু আর্মির বিরুদ্ধে সুদের ব্যবসার মাধ্যমে শত শত পরিবারকে নিঃস্ব করা হয়েছে মর্মে একাধিক অভিযোগ রয়েছে।অভিনব কায়দায় সুদের ব্যবসা করে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে ওই এনায়েত হোসেন। তার এ সুদের ব্যবসার শিকার বিভিন্ন স্কুলের শিক্ষক, সরকারি কর্মকর্তা,ক্ষুদ্র ব্যবসায়ী ও এলাকার কৃষক শ্রেনীর স্বল্প আয়ের মানুষেরা। দ্রব্যমুল্যের উর্দ্ধগতির বেড়াজালে নিষ্পেষিত হয়ে স্বল্প আয়ের মানুষেরা কোন উপায় না পেয়ে তার নিকট থেকে সুদের টাকা নিতে বাধ্য হন। এরই সুযোগে ওই এনায়েত বিভিন্ন লোককে প্রথমে স্বল্প সুদে ঋণ দিয়ে ৬/৭ মাস পর থেকেই দ্বিগুন/তিনগুন হারে সুদের টাকা দাবী করতে থাকে। তার এ সুদের পরিমাণ মুল ঋণের বিপরীতে বার্ষিক ৭০ শতাংশ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত সে নিজেই নির্ধরণ করে থাকেন। এক পর্যায়ে গ্রহীতাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মুল ঋণের তিন/চার গুন টাকা নেয়া হলে সে ঋণের জামানত দেয়া গ্রহীতার ফাঁকা স্ট্যাম্প ও ব্যাংকের ফাঁকা চেক ব্যবহার করে আদালতে মামলা দিয়ে গ্রহীতাকে সর্বস্বান্ত করে ফেলে। এক পর্যায়ে তার নিকট ঋণ নেয়া গ্রহীতারা নিজের সর্বস্ব দিয়ে তার নিকট দেনামুক্ত হতে নিঃস্ব হয়ে পড়ে। প্রশাসনের নাকের ডগায় চলছে তার এই অবাধ সুদের ব্যবসা। তার নিকট ঋন নেয়া ২০/২৫ জন লোক এ প্রতিবেদককে জানান, এনায়েতের নিকট ঋণ নেয়া যেন ভয়ঙ্কর এক অভিশাপ। এ পর্যন্ত এনায়েত হোসেন দিনাজপুর অর্থঋণ আদালতে প্রায় ৪০/৪২ টি মামলা চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এখনও প্রায় ২৫/২৬ টি মামলা চলমান রয়েছে এবং আরো প্রায় ১৫/২০ টি মামলা করার জন্য সে ব্যাংক থেকে সার্টিফিকেট নিয়েছে। তার এই বিশাল সুদের ব্যবসায় জড়িত তার নিয়োগ করা গুন্ডা প্রকৃতির কিছু দুষ্কৃত। তারা তার টাকা লেনদেন ও সুদের টাকা উত্তোলনসহ গ্রহীতাকে ভয়ভীতি দেখানোর কাজ করে। নাম প্রকাশ না করার শর্তে তার এক আত্মীয় জানান, এনায়েত হোসেন বর্তমানে প্রায় ১০০ কোটি টাকা বিভিন্ন লোকের নিকট লগ্নি করেছে। তার এ বিশাল সুদের কারবারে এলাকাবাসী অতিষ্ট হয়ে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে