গফরগাঁওয়ে সিএনজি দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৭ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
গফরগাঁওয়ে সিএনজি দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কে সিএনজি উল্টে গিয়ে দুর্ঘটনায় ফাহিম আহাম্মদ জিদান (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টায় গফরগাঁও- ভালুকা সড়কে পাঁচুয়া জব্বারের মোড় সংলগ্ন কৃষ্টপুর এলাকায় ঘটে। এ ঘটনায় সিএনজি চালকসহ ২/৩ জন যাত্রী আহত হয়। নিহত ওই পুলিশ সদস্যের বাড়ি পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া (কাঁচারী সংলগ্ন) গ্রামে। জিদান মহেশকুড়া আলিম মাদ্রাসার শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের ছোট ছেলে। প্রায় দেড় বছর আগে সে পুলিশের চাকুরিতে যোগদান করেন। থানা পুলিশ জানায়, নিহত পুলিশ সদস্য ভাটারা থানা (ডিএমপি) তে কর্মরত ছিলেন। সে ভালুকা থেকে গফরগাঁও হয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে সিএনজি দুর্ঘটনায় নিহত হয়। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসরিন সুলতানা মুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই পুলিশ সদস্যের মৃত্যু হয়। গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সিএনজি জব্দসহ চালককে আটক করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে