দখলবাজির অভিযোগে বিএনপি নেতা বহিস্কার

এফএনএস (এইচ এম মইনুল ইসলাম; বাগেরহাট) : : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
দখলবাজির অভিযোগে বিএনপি নেতা বহিস্কার

বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় শৃংখলা পরিপন্থি কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। শিকদার ফরিদুল ইসলাম বলেন, গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের দিনেই আমীর আলী তালুকদার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি দোকান ঘর দলীয় দাপটে দখল করেন। এর ফলে দলের ভাবমুর্তি নষ্ট হয়। এ বিষয়ে গত ৪ নভেম্বর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত মোতাবেক পরপর ৩টি নোটিশের পরে আজ তাকে দল থেকে বহিস্কার ও সকল দায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  এ বিষয়ে জানার জন্য চেষ্টা করে আমির আলীকে মুঠোফোনে পাওয়া যায়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে