দিনাজপুরের কাহারোল উপজেলায় রামচন্দ্রপুর ইউনিয়নের কাজী কাটনা মৌজার দাগ নং ৫৭, নলকূপ নং: কে-১৩১ গভীর নলকূপ অপারেটর মোঃ মোশাররফ হোসেন ১০/০২/২৫ ইং তারিখে নির্বাহী পরিচালক, বি,এম,ডি,এ প্রধান কার্যালয়, বহরমপুর, রাজশাহী -কে অভিযোগ দিয়েছেন কাহারোল অফিসের উপসহকারী প্রকৌশলী মোঃ মাসুদ রানার বিরুদ্ধে। অপারেটর মোশাররফ হোসেন এর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১ বছর পূর্বে ড্রেন নির্মাণ করে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা জমা নেন। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত গভীর নলকূপের ড্রেন নির্মাণ করা হয়নি। ড্রেন নির্মাণ না করার কারণে উক্ত গভীর নলকূপের বোরো আবাদে গভীর নলকূপ হতে কাচা ড্রেনে পানি নিতে কৃষকদের পড়তে হচ্ছে মহাবিপদে। শুধু তাই নয়, মাসুদ রানা কাহারোল বি,এম,ডি অফিসে যোগদানের পর থেকে ব্যাপক অনিয়ম করে যাচ্ছে। তিনি তার খেয়াল খুশি মতো গভীর নলকূপের ড্রেন নির্মাণ ক্ষুদ্র মেরামত করছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী গভীর নলকুপের অপারেটরগণ। সোমবার সন্ধ্যা ৭টায় কাহারোল উপজেলা বি,এম,ডি কাহারোল অফিসে উপসহকারী প্রকৌশলী মোঃ মাসুদ রানার সঙ্গে কথা হলে তিনি দম্ভ করে বলেন, অভিযোগ দিয়ে লাভ নেই, আমার উপরওয়ালা ঠিক, সব ঠিক। তিনি আরও বলেন, অভিযোগ দিয়েছে, দিতেই পারে, তদন্ত করলে আমার জন্য লাভ। তাহলে অফিসের কাজকর্ম স্বচ্ছতা আসবে। গভীর নলকূপ অপারেটরদের দাবী, সঠিক তদন্ত করে উপসহকারী প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী পরিচালক বি,এম,ডি এ-র দৃষ্টি আকর্ষণ করছেন।