নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩ পরিবারের সর্বস্ব আগুনে ভষ্মিভুত হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার। এমন দাবি করা হয় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে।
সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রহ্মত্তর গ্রামে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ধারণা করছে আগুনের সুত্রপাত বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে হতে পারে।
সৈয়দপুর ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রহমত হোসেন বলেন, রাস্তা প্রশস্ত না হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে ।
ওই ইউনিয়নের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল ও শুকনো খাবার দেয়া হয়। সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।