‘জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য কর্মসংস্থান করা হবে’

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১৪ পিএম
‘জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য কর্মসংস্থান করা হবে’
ফাইল ছবি

জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই শহীদ পরিবারদের জন্য এককালীন আর্থিক সহায়তার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের কর্মক্ষম সদস্যদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। তবে এটি কোনো নতুন কোটার আওতায় পড়বে না। পরিবারের একজন যোগ্য ব্যক্তিকে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করা হবে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, “আহতদের মধ্যে যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে, যেমন অন্ধতা বা অঙ্গহানি হয়েছে, তাদের জন্যও মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের আহতদের একটি বড় অংশ তরুণ, যাদেরকে সারা জীবন আন্দোলনের ক্ষত বয়ে বেড়াতে হবে এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার মুখোমুখি হতে হবে।”

উপদেষ্টা নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, “জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারগুলোর পুনর্বাসন এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার এবং রাষ্ট্রের দায়িত্ব। কয়েক হাজার পরিবার এই অভ্যুত্থানে অংশগ্রহণের ফলে অচল হয়ে পড়েছে। তাদের ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে এই পরিবারগুলো অর্থ বা সুবিধার চেয়ে সবার কাছ থেকে সম্মান ও মর্যাদা পাওয়ার দাবি রাখে।”

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন। সরকারের এই উদ্যোগ শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহল থেকে এই ঘোষণাকে ইতিবাচকভাবে নেওয়া হলেও বাস্তবায়ন প্রক্রিয়া কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।

আপনার জেলার সংবাদ পড়তে