যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপন ও সুষ্ঠুভাবে বাস্তবায়ণের লক্ষ্যে আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভূমি রবিউস সারোয়ার,নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো: রমজান আলী,উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম আরেফিন,থানার অফিসার ইনচার্জ মো: সফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল বাকি, বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল কাদির, বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন,গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন,জামায়াতে ইসলামির প্রতিনিধি অধ্যাপক সিরাজুল ইসলাম,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুর সাত্তার,উপজেলা ইমাম সমিতির সভাপতি মূফতি মুখলেছুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,ইমরানুল রশীদ প্রমূখ। এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা,এনজিও প্রতিনিধি,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী,সাংবাদিক,শিক্ষক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।