কাপাসিয়ার ব্রাইট স্টার মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:২৩ পিএম
কাপাসিয়ার ব্রাইট স্টার মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের বরুনস্থ "ব্রাইট স্টার মডেল একাডেমির" বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন খান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আইয়ুবুর রহমান ও কাউসার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বরুন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক সরকার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন সরদার, কোহিনুর হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ দুলাল হোসেন শেখ, সমাজসেবক হাবিবুল্লাহ, সাবেক মেম্বার মোঃ তাজউদ্দিন শেখ, ইলিয়াস উদ্দিন মিঠু, যুবদল নেতা আনোয়ার হোসেন প্রমুখ ।প্রধান শিক্ষক রিমা সুলতানা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর সরকারের সার্বিক পরিচালনায় দিনব্যাপী জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাণবন্ত ধারা বর্ণনা ও উপস্থাপনায় ছিলেন মোঃ রুবেল সরদার।

আপনার জেলার সংবাদ পড়তে