ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মহেশপুর সীমান্ত থেকে ৩ শিশুসহ ১৪ জনকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃধক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দর করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় ৭টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন এ তথ্য জানিয়েছে।
বিজিবির শ্যামকুড়, পলিয়ানপুর, কুসুমপুর এবং লড়াইঘাট বিওপি অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৪ বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে ৩ শিশু রয়েছে। এছাড়া নিমতলা বিওপি অপর এক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক তিন শিশুকে যশোরে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অপর ১১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হবে। তদন্তের স্বার্থে আটকদের নাম পরে জানানো হবে।