গৌরনদী পরিদর্শনে জেলা প্রশাসক

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪, ০৫:৪৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
গৌরনদী পরিদর্শনে জেলা প্রশাসক

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন মঙ্গলবার সকাল থেকে দিনভর গৌরনদী উপজেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

সকাল দশটার দিকে তিনি উপজেলার বাটাজোর ও গৌরনদী বন্দরের ন্যায্যমূল্যে পণ্য বিপনন কেন্দ্র ও কৃষক কর্নার পরিদর্শন করে কৃষকের উৎপাদিত পণ্য ক্রয় করেছেন। এসময় অন্যান্যদের মধ্যে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বিন হোসাইনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি গৌরনদী মডেল থানা, পৌরসভা, গৌরনদী গালর্স হাইস্কুল এন্ড কলেজ, উপজেলা সহকারি কমিশনারের কার্যালয়, মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শন করেন। উপজেলা সহকারি কমিশনারের কার্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক গেরাকুল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাসহ উপজেলার নামজারী সেবা গ্রহিতাদের হাতে একদিনে অনলাইন নামজারির পর্চা তুলে দিয়েছেন। সবশেষে তিনি গৌরনদী মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির উদ্বোধণ উদ্বোধণ করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে