বেগমগঞ্জে খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গোপালপুর খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম। স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা আলাউদ্দিন মামুন এর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোহাম্মদ সামসুদ্দিনের সার্বিক নির্দেশনায় সভাপতিত্ব করেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আজিমা আক্তার, ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সীড এসোশিয়েশন এর সেক্রেটারি, এ এইচ এম হুমায়ুন কবির। ২নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু। স্কুলের আজীবন দাতা সদস্য শিক্ষানুরাগী ডাঃ মোঃ সহিদ উল্ল্যা স্বপন, এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক, রাজনীতি ব্যক্তিত্ব, সমাজসেবক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।