কালীগঞ্জে কৃষি প্রযুক্তি মেলায় পুরস্কার বিতরনী

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০৯ পিএম
কালীগঞ্জে কৃষি প্রযুক্তি মেলায় পুরস্কার বিতরনী

ঝিনাইদহের কালীগঞ্জে  তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া কৃষি প্রযুক্তি মেলার সমাপনি ও পুরস্কার বিতরন করা হয়েছে। বৃহষ্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সমাপনি ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সম্প্রসারন আক্তারুজ্জামান মিয়া, উপজেলা পাট কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে  কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয় ১১ ফেব্রুয়ারী। মেলায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন কৃষি উদ্যেক্তা, কৃষি অফিস, বেসরকারি প্রতিষ্ঠান তাদের স্টলে পন্য প্রদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে