চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ

এফএনএস (ঝালকাঠি) : : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪, ০৭:৩৯ পিএম : | আপডেট: ২৬ নভেম্বর, ২০২৪, ০৭:৩৯ পিএম
চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ

 সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সনাতন ধর্মালম্বীরা।

মঙ্গলবার বিকেলে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সনাতন ধর্মলম্বীরা। প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ কর্মসূচি শেষ করা হয়। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কের অবস্থান নেয়। বিক্ষোভ কর্মসূচিতে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তির দাবিতে নানা স্লোগান দেন সনাতনীরা। একই সাথে দ্রুত সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে আন্দোলনের হুশিয়ারি দেন সনাতনী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

বিক্ষোভ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা, হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি মানিক আচার্য্য, বাউল শিল্পী শুভ দাসসহ আরো অনেকে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে