দৌলতখানে জুলাই- আগস্টের শহিদদের স্মরণে স্মরণ সভা

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪, ০৭:৩৭ পিএম
দৌলতখানে জুলাই- আগস্টের শহিদদের স্মরণে স্মরণ সভা

ভোলার দৌলতখানে ২০২৪ সালের জুলাই -  আগস্টের ছাত্র - জনতার  গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

দৌলতখান উপজেলা প্রশাসন এ স্মরণ সভার আয়োজন করে।  উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী  কৈরি স্মরণ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত স্মরণসভা পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাতের  মধ্য দিয়ে শুরু হয়। উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি  মাওলানা ইমাম  রেযাউল বোরহানি দোয়া মোনাজাতে জুলাই - আগষ্টের শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা  ডাক্তার আনিসুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর  আমির হাসান তারেক, প্রেসক্লাব সভাপতি  জাকির আলম,  রিপোর্টার্স ইউনিটের সভাপতি কাজী জামাল, শহীদ শাহিনের চাচা সাদিক আলী, শহীদ শাহজাহানের স্ত্রী ফাতেহা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ইকবাল হোসেন, জেলা ছাত্র  আন্দোলনের সমন্বয়ক শাহীন হিমু, উপজেলা সমন্বয়ক তাত্রিকা  আনিকা প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,  জেলা উপজেলার  সমন্বয়গণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণির ও বিভিন্ন পেশাজীবীর লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরি বলেন, যে চেতনা নিয়ে জুলাই আগস্টের ছাত্র - জনতার  বিপ্লব সংঘটিত হয়েছে আমাদেরকে সে লক্ষ বাস্তবায়নে ছাত্র জনতার চেতনা সমুন্নত রাখতে হবে। অনুষ্ঠানে ইউএনও শহীদদের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে