জাতীয় দল হোক আর ক্লাব, গোল করবেনই পর্তুগিজ মহাতারকা। হাজার গোলের পথে ছুটছেন দুরন্ত গতিতে। সৌদি লিগে আল কাদিসিয়াহ'র বিপক্ষে তার গোলের পরও হেরে গিয়েছিল আল নাসর। কিন্তু এএসি চ্যাম্পিয়ন্স লিগে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ৩৯ বছর বয়সী রোনালদো।
সোমবার (২৫ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ঘারাফার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আল নাসর। জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের পক্ষে বাকি গোলটি করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। আল ঘারাফার পক্ষে একটি গোল শোধ করেন হোসেলু।
এই জয়ে গ্রুপ বি'তে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আল হিলালকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। শীর্ষে থাকা আল আহলি সৌদির সংগ্রহ ১৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা আল হিলালের সংগ্রহ ১২ পয়েন্ট। আজ রাতে আল সাদকে হারাতে পারলে আল হিলাল এর আল নাসরকে টপকে যাবে।
দারুণ ছন্দে থাকা রোনলদোর গোলে ৪৬ মিনিটে এগিয়ে যায় আল নাসর। ডি-বক্সের ভেতর থেকে হেডে প্রথম গোলটি করেন তিনি। আর ৬৪ মিনিটে তার দ্বিতীয় গোলটি আসে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে। মাঝে আল নাসরের পক্ষে গোল করেন তরুণ ব্রাজিলিয়ান তারকা অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।
এই নিয়ে টানা ৩ ম্যাচে পাঁচ গোল করলেন রোনালদো। উয়েফা নেশন্স কাপে জাতীয় দলের জার্সিতে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল দিয়ে শুরু। এরপর ক্লাবের হয়ে আল কাদিসিয়াহ'র বিপক্ষে গোলের পর আল ঘারাফার বিপক্ষে ফের জোড়া গোল। সব মিলিয়ে চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১৭ ম্যাচে ১৩ গোল করেছেন রোনালদো। আর চলতি বছর এই পর্তুগিজের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৪০।
ক্যারিয়ারের ৯১৩তম গোলের দিনে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকা বয়স ৩০ পার হওয়ার পর সব মিলিয়ে ৫৫০ গোলে অবদান রাখলেন।