কালীগঞ্জ ঝিনাইদহ মহাসড়কে ট্রাক চাপায় পিষ্ট হয়ে সব্যসাচী রায় (৩০) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সব্যসাচী রায় যশোর জেলার মনিরামপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের বিমল কুমার রায়ের ছেলে। তিনি রাজশাহীর আর আর এফ এনজিওতে অডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজশাহী অফিসের কাজ শেষ করে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি যশোর মনিরামপুর যাচ্ছিলেন। এসময় বিষয়খালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া জানান, বিষয়খালী বাজার এলাকায় ট্রাক চাপায় সব্যসাচী রায় নামের এক এনজিও কর্মকর্তা নিহতের খবর শোনার সাথে সাথে আমি ঘটনাস্থলে ছুটে আসি এবং শেষ সময় পর্যন্ত আমি ঘটনাস্থলে থেকে মহাসড়কের যানজট নিরসন করি। এ দুর্ঘটনার কারণে কালীগঞ্জ ঝিনাইদহ মহাসড়কে প্রায় ৭ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ৩ ঘন্টার চেষ্টায় মহাসড়কের যানজট নিরসন করেন হাইওয়ে পুলিশ।
কালীগঞ্জ বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটি এখনও আটক করা যায়নি।