পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ; নিহত ৫, আহত?

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০৭ পিএম
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ; নিহত ৫, আহত?

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার একটি মাদ্রাসা প্রাঙ্গণের মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার শীর্ষ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ১২ জন।

সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া জানা গেছে। 

পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত আকোরা খাট্টাকের দারুল উলুম হাক্কানিয়া মসজিদে শুক্রবারের নামাজের পর মুসল্লিরা যখন বের হচ্ছিলেন তখন সামনের সারিতে বোমাটি বিস্ফোরিত হয়।

খাইবার পাখতুনখোয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জুলফিকার হামিদ জানিয়েছেন, মাওলানা সামি-উল-হক হাক্কানির ছেলে মাওলানা হামিদ-উল-হক হাক্কানি এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন।

রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ। তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটি একটি মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদ্রাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিল।