পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৫, ০২:৪৩ পিএম
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষে ৫০ জন আহত বেশ কিছু বাড়িঘর ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে । শনিবার সকালে দফায় দফায়  উপজেলার রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায় রয়েড়া গ্রামের ইউপি সদস্য আবু সালের মুসার সমর্থক আকমলের সাথে একই গ্রামের  মোকাদ্দেস  আলীর সমর্থক হাসান ২হাজার ধার নেওয়া  পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাতে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।তারই জের ধরে শনিবার সকাল থেকে দুই দল গ্রামবাসী ঢাল সড়কি রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্ত ক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জাহিদ হাসান, সজিব, পলাশ মোল্লা, জাহিদুল, আব্বাস আলী, বিপুল হোসেন, সাইদুল ইসলাম, রেজাউল করিম, সাদ্দাম হোসেন, নাহিদ, গোলজার হোসেন, হেলাল উদ্দিন, আজিজুল ইসলাম, জাহিদুল ইসলাম ও মাসুমা বেগম সহ ও উভয় গ্রুপের ৫০ জন গুরুতর ভাবে আহত হয় ও বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা ও  ঝিনাইদহ এবং কুষ্টিয়া  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গ্রামের রবিউল ইসলাম নামের এক ব্যক্তি জানান রাতে আকমলের সাথে হাসানের  টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতা হাতির ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে শনিবার  সকালে এই রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাছাড়াও দীর্ঘদিন ধরে গ্রামটিতে প্রভাব বিস্তার  ও আধিপত্য বিস্তার   নিয়ে ইউপি সদস্য আবু সালে মুসার  ও গ্রাম্য মাতব্বর মোকাদ্দাস হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা মাসুম খান জানান রয়েড়া  গ্রামে ইউপি সদস্য আবুসালহে মুসার  সমর্থক দের সাথে মুকাদ্দাস হোসেনের সমর্থকদের  দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর মধ্যে শুক্রবার দিবাগত রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতাহাতিরঘটনা ঘটে। তার জের  ধরে শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে  । সংবাদ পেয়ে পুলিশ মোতায়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণেআনা হয়েছে।  এখনো কোনপক্ষ লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই মামলা নেওয়া হবে। বর্তমানে সংঘর্ষ এড়াতে গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা  হয়েছে।