বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের স্কোয়াডে নেইমারের ফেরার সম্ভাবনায় উত্তেজনা কাজ করছে ভিনিসিয়ুস জুনিয়রের মনে। আগামীকাল বৃহস্পতিবার ব্রাজিল তাদের দল ঘোষণা করবে। ধারণা করা হচ্ছে, এই দলে ফেরানো হবে নেইমারকে। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলেন নেইমার। বাছাইয়ের ওই ম্যাচে হাঁটুর ইনজুরি তাকে ছিটকে দেয় দীর্ঘদিনের জন্য। নেইমার সম্প্রতি সান্তোসে ফিরেছেন। শৈশবের ক্লাবে দারুণ পারফর্ম দেখাচ্ছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। তাই তাকে নিয়েই পরবর্তীতে ব্রাজিল মাঠে নামবে বলে শোনা যাচ্ছে। ভিনিসিয়ুস বললেন, ‘প্রত্যাশা অনেক কারণ তিনি আমাদের প্রজন্মের আইডল।’ গত রোববার ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ গোলের জয়ে নেইমার গোল করার পর বলেন, ‘আমি আমার সেরা শারীরিক অবস্থানে ফিরেছি।’ সান্তোসের হয়ে চার ম্যাচে তিন গোল করেছেন তিনি। ভিনিসিয়ুস বললেন, ‘আমরা খুব খুশি যে তিনি সান্তোসে ফিরেছেন। সেখানে গোলও করেছেন এবং খুশিও তিনি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ বিশ্বকাপের বাছাইয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে ব্রাজিল। ১২ ম্যাচ শেষে শীর্ষ দল আর্জেন্টিনার চেয়ে সাত পয়েন্ট পেছনে তারা। আগামী ২৫ মার্চ বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে সেলেসাওরা। তার পাঁচ দিন আগে খেলবে কলম্বিয়ার সঙ্গে। ভিনিসিয়ুস বলেছেন, ‘দুটি চমৎকার খেলা হতে যাচ্ছে। কারণ কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলা।’