ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

পটুয়াখালী দ্বিতীয় দিনের মতো আইনজীবিদের আদালত বর্জন অব্যাহত

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০২:৩৩ পিএম
পটুয়াখালী দ্বিতীয় দিনের মতো আইনজীবিদের আদালত বর্জন অব্যাহত

পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন অব্যাহত রেখেছে আইনজীবিরা। বৃহস্পিতবার সকাল থেকে কোন আইনজীবি এজলাসে উপস্থিত হননি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্য ও উপজেলার জেষ্ঠ্য আইনজীবি হাফিজুর রহমান চুন্নু। এর আগে গতকাল সকালে চৌকি আদালত আইনজীবী ভবনে আইনজীবীদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। বিচারিক কার্যক্রম ব্যাহত হওয়ায় সাধারন বিচারপ্রার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে। ম্যাজিষ্ট্রেট আশিষ রায়কে অপসারন করা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের কথা জানিয়েছেন আইনজীবিরা।

আপনার জেলার সংবাদ পড়তে