বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে মারামারি থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে ববি’র অন্যান্য শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে দোষীদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা গ্রহণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
ঘটনাটি ঘটেছে শনিবার বেলা এগারোটার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ববি’র সামনে। হামলার আহত ববি’র লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তানজিল আজাদ, রবিউল ইসলাম ও তরিকুল ইসলাম জানান, বেলা এগারোটার দিকে সিএনজির (আলফা) চালক ও বাস শ্রমিকদের মধ্যে ববি’র সামনের সড়কে বসে মারামারি শুরু হয়। এসময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। একপর্যায়ে মারামারি থামাতে এগিয়ে আসলে সিএনজি চালকরা তাদের তিনজনের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ববি’র ছাত্রদের ওপর হামলার খবর পেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ববি’র সামনের সড়ক অবরোধ করে রাখেন। এ ব্যাপারে বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।