সরকারি নির্দেশ অমান্য করে সরকারি জমিতে দোকান ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখায় সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের কারাদন্ড ও নগদ এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত সাইফুল জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন জানান, উপজেলার সাকোকাঠী বাজারে সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ করে আসছিলো যুবক সাইফুল। এনিয়ে তাকে একাধিকবার নিষেধ করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে সে জোরপূর্বক দোকান ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখে। পরবর্তীতে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একবছরের কারাদন্ড ও নগদ এক হাজার টাকা জরিমানা করা হয়। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, দন্ডপ্রাপ্তকে শনিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।