ড্রিমফিল ফাউন্ডেশনের ইফতার সহায়তা: অসহায় মধ্যবিত্তদের জন্য মানবিক উদ্যোগ

এফএনএস:
| আপডেট: ১০ মার্চ, ২০২৫, ০৪:২৭ পিএম | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৪:০০ পিএম
ড্রিমফিল ফাউন্ডেশনের ইফতার সহায়তা: অসহায় মধ্যবিত্তদের জন্য মানবিক উদ্যোগ

রমজান মাস মানবতার সেবার শ্রেষ্ঠ সময়। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ড্রিমফিল ফাউন্ডেশন সেই দায়িত্ববোধ থেকেই এবার শুধু দরিদ্র নয়, সমাজের অসহায় মধ্যবিত্তদের দিকেও বিশেষ দৃষ্টি দিয়েছে। যারা একসময় সচ্ছল ছিলেন, কিন্তু বর্তমানে আর্থিক সংকটে ভুগছেন, লজ্জায় কারও কাছে হাত পাততে পারেন না—তাদের খুঁজে খুঁজে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ফাউন্ডেশনটি।

৬৬টি পরিবারের কাছে পৌঁছেছে রমজানের খাদ্যসামগ্রী

ড্রিমফিল ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগের ফলে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গ্রাম জগতপুর, ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন পরিষদে মোট ৬৬টি অসহায় ও মধ্যবিত্ত পরিবারের কাছে রমজানের বাজার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়,
"গরীবদের তো সবাই সাহায্য করে, কিন্তু যারা লজ্জায় কারও কাছে কিছু চাইতে পারে না, তাদের খবর কয়জনই বা রাখে? আমরা সেইসব পরিবারকে খুঁজে বের করে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়েছি, আলহামদুলিল্লাহ।"

রমজান প্যাকেজে যা ছিল:

ড্রিমফিল ফাউন্ডেশনের দেওয়া রমজান প্যাকেজে ছিল—
✅ ছোলা: ২ কেজি
✅ বুটের ডাল: ১ কেজি
✅ মুড়ি: ১ কেজি
✅ বেসন: ১ কেজি
✅ তেল: ১ লিটার
✅ খেজুর: ৫০০ গ্রাম
✅ আলু: ২ কেজি
✅ পেঁয়াজ: ১ কেজি
✅ ট্যাং ড্রিংকস পাউডার: ২৫০ গ্রাম
✅ চিনি: ১ কেজি

সহযোগিতার আহ্বান

ড্রিমফিল ফাউন্ডেশন আরও জানায়,
"আমাদের বিশ্বাস ও আস্থার সঙ্গে অনুদান পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ, ঈদসামগ্রীও এভাবেই অসহায়দের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাই সমাজের হৃদয়বান ও বিত্তবানদের প্রতি আহ্বান—আপনারাও এগিয়ে আসুন, যেন আর কোনো অসহায় পরিবার কষ্টে না থাকে।"

📍 সেবার এলাকা: গ্রাম জগতপুর, ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ, কচুয়া, চাঁদপুর

সমাজের কল্যাণে কাজ করে যাওয়া ড্রিমফিল ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। রমজানের এই পবিত্র মাসে এমন মানবসেবামূলক কাজ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক—এমনটাই সবার প্রত্যাশা।

আপনার জেলার সংবাদ পড়তে