পটুয়াখালীর কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামে শিশুকে যৌণ নিপীড়নের বিষয়টি সাজানো দাবি করে গ্রেফতার বৃদ্ধ এনছান মৃধার মুক্তি ও মামলার বাড়ীর শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শত শত নারী পুরুষ ও ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুর ১২ টায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রগামী লোন্দা বাজার সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ, মিথ্যা মামলায় গ্রেফতার এনছান মৃধার বয়স প্রায় ৮০ বছর। ঠিকমতো চোখে দেখে না। হাটা চলা করতে কষ্ট হয়। অথচ তার বিরুদ্ধে ৮ মার্চ এক শিশুকে যৌণ হয়রানীর অভিযোগে মামলা করেছে শিশুর মা। এখানে শিশুকে ব্যবহার করে একজন বৃদ্ধকে এ ঘটনায় আসামী করা হয়েছে। কারন এ বৃদ্ধ এনছান মৃধা ওই শিশুর পরিবারের অসামাজিক কার্যকলাপে বাঁধা দিচ্ছিলেন।
গ্রামবাসীদের দাবি জরুরি ভিত্তিতে এনছান মৃধার নামে মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে গোটা ধানখালী ইউনিয়নের মানুষকে সাথে নিয়ে বৃহৎ কর্মসূচী ঘোষণা করা হবে। একই সাথে কারাগারে বৃদ্ধ এনছান মৃধার কিছু হলে এজন্য প্রশাসন দায়ী থাকবে। কেননা পুলিশ কোন তদন্ত না করে একজন অসুস্থ বয়স্ক মানুষকে গ্রেফতার করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো, হারুন মাতুব্বর, সালেহা বেগম, সেলিনা বেগম, কবির মোল্লা, শাহীন মোল্লা প্রমুখ।