আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৮:২৪ এএম : | আপডেট: ২০ মার্চ, ২০২৫, ০৭:৪৫ পিএম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

মুশফিকুর রহিমের পর আরো এক অভিজ্ঞ বাংলাদেশি ক্রিকেটার বিদায় নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই অবসরের সংবাদটি নিশ্চিত করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আগেই। কেবল রঙিন পোশাকের ফরম্যাটেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছিলেন। এবার সেটিরও ইতি টানলেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের সংবাদটি রিয়াদ নিজেই নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে রিয়াদ বলেন, ‘‘সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা সব সময় আমাকে সমর্থন করেছেন। একটি বড় ধন্যবাদ জানাই আমার বাবা-মা, আমার শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুরকে। আর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আমার ভাই এমদাদ উল্লাহর প্রতি, যিনি শৈশব থেকেই আমার কোচ ও পরামর্শক হিসেবে সব সময় পাশে ছিলেন। অবশেষে, আমি আমার স্ত্রী ও সন্তানদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই, যারা সব সময় কঠিন ও ভালো সময়ে আমার পাশে থেকেছেন। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজ জার্সিতে মিস করবে। সবকিছু সব সময় নিখুঁতভাবে শেষ হয় না, তবে আপনাকে ‘হ্যাঁ’ বলে এগিয়ে যেতে হয়। শান্তি... আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা।’’ বাংলাদেশের পক্ষে ২৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন রিয়াদ। ২০৯ ম্যাচে তিনি করেছেন ৫৬৮৯ রান। ৩৬.৪৬ গড়ে ব্যাটিং করার পথে তার স্ট্রাইকরেট ছিল ৭৭.৬৪। ১৮ বছরের ওডিআই ক্যারিয়ারে চারটি সেঞ্চুরি ও ৩২ হাফ-সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ১৪১টি ম্যাচ। ১৩০ ইনিংসে করেছেন ২৪৪৪ রান। ১১৭.৩৮ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন ক্যারিয়ারে এবং হাফ সেঞ্চুরি করেছেন আটটি। এছাড়া, টেস্ট ম্যাচ খেলেছেন ৫০টি। ৯৪ ইনিংসে করেছেন ২৯১৪ রান। সর্বোচ্চ ইনিংস হার না মানা ১৫০ রান। এই ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে পাঁচটি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি মাহমুদউল্লাহ খেলে ফেলেছেন গত ২৪ ফেব্রুয়ারি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। উক্ত ম্যাচে কেবল চার রান করেই আউট হন রিয়াদ। ম্যাচটি হেরে যায় বাংলাদেশও।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW