আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবি’তে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল

এফএনএস : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০২:৫৭ পিএম : | আপডেট: ২১ মার্চ, ২০২৫, ০৩:২৫ পিএম
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবি’তে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে; আওয়ামী লীগের চামড়া তুলে নিবো আমরা; আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, গড়িমসি চলবে না; খুনি লীগের আস্তানা, এই বাংলায় হবে না; মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেয়।

গত রাতে ‘দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’ দাবি করে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

এ নিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা। আজ জুমার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচিও দিয়েছে কয়েকটি সংগঠন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে