মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৩:৪৯ পিএম
মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামে পানির পাম্পের মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শাহআলম পাটোয়ারী (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ২০ মার্চ বেলা ১২টার দিকে শাহআলম পাটোয়ারী খর্গপুর গ্রামের বজলুর রহমান মিয়াজীর বাড়িতে পানির মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার পিতার নাম সফিকুল পাটোয়ারী। ওই সময় বাড়ির ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণপুর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তার ৯ বছর ও চার বছরের দুটি ছেলে রয়েছে।

এলাকাবাসী জানায়, শাহআলম একসময় প্রবাসে থাকতেন। দেশে আসার পর থেকে প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে এলাকায় বিদ্যুতের কাজ করছিলেন। তিনি খুব ভাল মানুষ ছিলেন, যে কোনো মানুষের বিদ্যুতের সমস্যায় এগিয়ে আসতেন। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে