শেরপুরে সাংবাদিকদের সাথে বিএনপির সদস্যর মতবিনিময়

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৩:০৬ পিএম
শেরপুরে সাংবাদিকদের সাথে বিএনপির সদস্যর মতবিনিময়

বগুড়ার শেরপুরে রেলস্টেশন, উপজেলা স্টেডিয়াম, পৌর সীমানা বৃদ্ধি করা সহ ১১ দফা দাবি নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিয় সভা করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা স্বার্থরক্ষা পরিষদের সভাপতি কেএ মাজবুবুর রহমান হারেজ। শনিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় শেরপুর পৌরশহরের সান্যাল পাড়ায় তার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, উপজেলার উলিপুর মহিলা মাদ্রাসা অধ্যক্ষ আবদুল হাই, শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুলু, প্রভাষক এম এ খালেক, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাবেক সাধারন সম্পাদক রাশেদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাধন কর্মকার, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, সাংবাদিক কল্যান সোসাইটির সভাপতি শহিদুল আসলাম শাওন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের প্রমুখ।

এই মতবিনিময় সভায় শেরপুরে গ্যাস, ফ্লাইওভার, রেল স্টেশন, উপজেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল, শেরপুর শিশুপার্ক, শেরপুর উপজেলায় স্টেডিয়াম, শেরপুর পৌরসভার সিমানা বৃদ্ধি, উপজেলার ঝাজর, ফুলজোর ও কল্যানি সেতু, করতোয়া নদী খনন ও পার্শ্বে পায়ে হাটার রাস্তা, শেরপুরকে জেলা ঘোষনা ও শেরপুর পৌর কিচেন মার্কেট (বিকেল বাজার) অবিলম্বে চালুর দাবি জানানো হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে