হোমনায় নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে লাশ উদ্ধার

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৭:১৭ পিএম
হোমনায় নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে লাশ উদ্ধার

কুমিল্লার হোমনায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ছাব্বিশ ঘণ্টা পর ইব্রাহিম খলিল (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল রবিবার বেলা তিনটায় লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তানÑর করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার অভিযানের পুরো বিষয়টি তদারকি করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।

পরিবার, প্রশাসন, থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্ৰামের আবদুল কাদিরের ছেলে মো. ইব্রাহিম শনিবার বেলা একটায় উপজেলার শ্রীপুর-কৃষ্ণপুর গ্ৰামের মধ্য দিয়ে বয়ে যাওয়া তিতাসের শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে আত্মীয়-স্বজন, সব বয়সী স্থানীয় লোকজন ও উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে নেমে খোঁজাখুঁজি করেন। এসময়  কচুরিপানায় ভরপুর নদীটিও পরিষ্কার করে ফেলা হয়। পরে চাঁদপুর নদী ফায়ার স্টেশন অফিসার মো. রকিবুল ইসলামের নেতৃত্বে তিনজন ডুবুরি ওইদিন রাত আটটা পর্যনÑ নদীর তলদেশ পর্যনÑ খুঁজে ব্যর্থ হন। পরে গতকাল রবিবার সকাল থেকে পুনরায় তিতাস নদীতে তাদের উদ্ধার অভিযান পরিচালনা করেন। অবশেষে বিকেল তিনটায় ডুবে যাওয়ার স্থান থেকে অনÑত ত্রিশ গজ দূরে লাশটি ভেসে উঠতে দেখেন ডুবুরিরা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তানÑর করেন। 

চাঁদপুর নদী ফায়ার স্টেশন অফিসার মো. রকিবুল ইসলাম বলেন, 'আমরা শনিবার রাত আটটা পর্যনÑ নদীর তলদেশ পর্যনÑ খুঁজেও না পেয়ে আজ (গতকাল) রবিবার সকাল থেকে পুনরায় তিতাস নদীর শাখায় উদ্ধার অভিযান পরিচালনা করি। এরমধ্যে বেলা তিনটার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে অনÑত ত্রিশ গজ দূরে লাশটি ভেসে উঠে। পরে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তানÑর করি।'

হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন,  তিতাস নদীতে নিখোঁজ ব্যাক্তিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। পোস্ট মর্টেমের বিষয়টি পরিবারের ওপর নির্ভর করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার অভিযানে স্থানীয় ফায়ার সার্ভিস এবং পরে চাঁদপুর থেকে ডুবুরি দল আনা হয়। তারা নদীতে অনেক খোঁজাখুজির পর আজ রবিবার বিকাল তিনটায় নদী থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে আমার নজরদারি ছিল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW