কমপক্ষে আগামী ১০ বছর জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: ভিপি নূর

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ১০:২১ পিএম : | আপডেট: ২৩ মার্চ, ২০২৫, ১০:২১ পিএম
কমপক্ষে আগামী ১০ বছর জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: ভিপি নূর

কমপক্ষে আগামী ১০ বছর জাতীয় ঐক্য ধরে রাখতে সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় গণঅধিকারের সভাপতি ভিপি নুরুল হক নূর। একই সাথে তিনি সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য কাউকে না করারও অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগ বাতিল,এই বাতিল মালকে ফিরিয়ে আনার চেষ্টা কেউ করবেন না বলে হুঁশিয়ার দেন এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করার আওয়াজ তোলার আহবান জানান। রোববার বিকেলে (২৩ মার্চ ২০২৫) চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর   জেলা গণঅধিকার পরিষদের ইফতার ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নূর বলেন, আমরা চাই একটি সুন্দর নির্বাচনের রোডম্যাপ। যেখানে সবদল অংশ নিবে। তবে আওয়ামীলীগ নয়। কেননা এদেশে আওয়ামীলীগ ছাড়াও অন্তত ৫০টি দল নিবন্ধিত রয়েছে। কাজেই এই একটি দলকে নির্বাচনে সুযোগ না দিলেও কিছু যাবে আসবে না।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বলেন, জুলাই বিপ্লবে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তাই তাদেরকে কেউ বিতর্কিত করার চেষ্টা করলে তা প্রতিহত করবে হবে। একই সাথে প্রশাসন বা বিভিন্ন সংস্থায় যারা রয়েছে তাদের ব্যাক্তি বিশেষ কোন কাজ করলে তার সমালোচনা হতে পারে। তবে ঢালাওভাবে পুরো বাহিনীকে বদনাম করা যাবেনা।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসান এবং যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লা সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে সবাই জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাত শেষে ইফতারে অংশ নেন। সবশেষ সন্ধ্যায় এদিন ভিপি নূর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের আগষ্টে ক্ষতিগ্রস্থ মুনিরা ভবন নামের বাসভবনটি পরিদর্শন করেন এবং রাতে পুরাতন বাসস্ট্যান্ডের দলটির কার্যালয়ে দলীয় নেতাকর্মীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে