ইরিবোরো চাষে বাম্পার ফলনের আশা

তালায় ব্লাস্ট ও পোকামাকড় দমনে কৃষকের আগাম প্রস্ততি

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৪:৪৯ পিএম
তালায় ব্লাস্ট ও পোকামাকড় দমনে কৃষকের আগাম প্রস্ততি

সাতক্ষীরার তালা উপজেলার ১২টি ইউনিয়নে দিগন্ত জুড়ে এখন সবুজের সমারোহ।যে দিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ । সবুজ ধানে দখিনা বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। বৈরী আবহাওয়ার কারণে আমন চাষ না হওয়াতে কৃষক আগে থেকেই বোরো চাষাবাদে মনোযোগী ছিল।এদিকে বোরো চাষে  বাম্পার ফলনের আশায় এবার বুক বেঁধেছে কৃষকরা। বিগত বছরের চেয়ে এ বছর অধিক জমিতে বোরো চাষাবাদ হয়েছে। এ বছর চাষাবাদের শুরুতে বৃষ্টিপাত কম থাকার কারণে উপজেলার সকল এলাকায় ব্যাপকহারে ইরি বোরো চাষাবাদ হয়েছে। অনেক নিচু এলাকার জমিতে কৃষক সেচের মাধ্যমে চাষাবাদ করেছে। আবহাওয়া অনুকুলে থাকার কারনে রোগ বালাই অনেকাংশে কম হয়েছে। বিগত কয়েক বছর ব্লাস্টের আক্রমনে তালার কৃষকের স্বপ্ন ভঙ্গ হযেছে। তাই এ বছর অনেক আগে ভাগেই জমিতে ব্লাস্ট প্রতিরোধে স্প্রে কার্যক্রম চচালাচ্ছে কৃষক। এখনও পর্যন্ত কৃষকের জমিতে ব্লাস্টের আক্রমনের তেমন কোন তথ্য পাওয়া যাযনি বলে কৃষকেরা জানিয়েছেন। 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ইরিবোরো চাষে দিগন্ত জুড়ে সবুজ ফসলের সমারোহ।  কোথাও আবার ধানে সোনালী রংঙ আসতে শুরু করেছে। উপজেলার শতকরা ৮০ জন সরাসরি কৃষিকাজের সাথে জড়িত। কৃষিকাজ করেই তারা জীবিকা নির্বাহ করে থাকেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে ইরি বোরো চাষাবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হলেও ধানের মুল্য বেশি হওয়াতে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০০ হেক্টরের বেশি জমিতে ইরিবোরো চাষাবাদ হয়েছে। কপোতাক্ষ নদ খননে জলাবদ্ধতা না থাকায় এ বছর উপজেলার ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, কুমিরা, খলিষখালী, তেঁতুলিয়া তালা, জালালপুর, মাগুরা, খলিলনগর, সরুলিয়া, খেশরাসহ সর্বত্রই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো চাষাবাদ হয়েছে।


তালা উপজেলার  লালচন্দ্রপুর   গ্রামের ধানচাষী শওকাত হোসেন   জানান, আবহাওয়া ও প্রকৃতির কারণে এবছর এই ব্লকে গতবারের চাইতে বর্তমানে ধান ভাল বোঝা যাচ্ছে। এ বছর আমার ব্লকে ব্রি-ধান ২৮ বেশ ফলেছে। বর্তমানে আবহাওয়া ভাল, ধান ঘরে না উঠা পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা। ব্লাস্ট প্রতিরোধে এমিস্টার টপ, ট্রুপার স্প্রে করেছি। ধানে সোনালী রং আসা শুরু হযেছে। ঈদের পর কাটা যাবে। 

পাটকেলঘাটা  গ্রামের কৃষক আসাদুল  ইসলাম  জানান, এ বছর আমাদের এলাকায় ধানের ফলন খুব ভাল দেখা যাচ্ছে, জমিতে সব ধরনের পরিচর্যা করেছি ধান খুবই  ভাল।  যদি এভাবে শেষ নামে আবহাওয়া ভাল থাকে তাহলে বাম্পার ফলন হবে তাতে কোন সন্দেহ নেই।

খলিষখালী  ইউনিয়নের  চেয়ারম্যান অধ্যাপক সাব্বির  হোসেন জানান, গত বছরের তুলনায় এবছর ধান ভাল ও রোগ বালাই কম আছে।তাছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছেন।তবে ধান কেটে ঘরে না তোলা পর্যন্ত কৃষকের চিন্তার শেষ নেই।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা পিযুষ কান্তি  পাল  বলেন,‘ইরি-বোরো মৌসুমে কৃষক যাতে লাভবান হয় সে জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি ও পরামর্শ দিয়ে যাচ্ছি। যেখানেই সমস্যা দেখা যাচ্ছে সেখানেই দ্রুত পদক্ষেপ নিচ্ছি।প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে ধানের বাম্পার ফলন আশা করা যায়। তবে এ বছর কৃষকের তৎপরতার কারনে পোকামাকড় অনেকাংশে কম লক্ষ্য করা যাচ্ছে। ব্লাস্ট প্রতিরোধে কৃষক অনেক সচেতন। 

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম  জানান, এবছর আবহাওয়া ভাল থাকার কারণে অনেক এলাকায় চাষাবাদ হয়েছে। এবছর উপজেলায় ব্রি-ধান ২৮ বেশি পরিমান জমিতে চাষাবাদ হয়েছে, তাছাড়া ব্রি ৮৮, শুভলতা,  ৬৭, বিনা-১০হাইব্রিড ধানের চাষ ও কিছু এলাকায় লবণ সহিষ্ণু ধান চাষাবাদ হয়েছে। ‘অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। কৃষকদের পরামর্শ প্রদান করায় এখনো পর্যন্ত রোগবালাই কিছুটা কম আছে। ব্লাস্ট রোগ দমনে আগাম পরামর্শ প্রদান করা হচ্ছে । ফলে তিনি আশা করেন, এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে।

আপনার জেলার সংবাদ পড়তে