কক্সবাজারে রাখাইন সাংগ্রে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫, ০২:৫০ পিএম
কক্সবাজারে রাখাইন সাংগ্রে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

জমজমাট আয়োজনে পর্দা নামলো রাখাইন সাগ্রেং মিনিবার ফুটবল টুর্ণামেন্টের। শনিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের বৌদ্ধ মন্দির সড়কস্থ ক্যাং পাড়া মাঠে জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাখাইন এফসি। খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন-শ্রদ্ধেয় ভান্তে, সাংবাদিক সংসদ কক্সবাজার এর সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, নুংসে, আবু, ছাথেন এ, খুইমং, উক্যছিং, ক্যথেনচিং, মংটিন, মংছেণ ওয়ান, ক্যওয়ান, ক্যচিংহ্লা, মংছিনথেন, কাকা, বাক্কা প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW