চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল-২০২৫)সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জাটকা ইলিশ জব্দ করে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়,চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।রবিবার (২০ এপ্রিল- ২০২৫)সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর নয়াকান্দি, এখলাশপুর অভিযান পরিচালনা সময় ট্রলারযোগে পাচারকালে ৫শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজি ও কন্টিনজেন্ট কমান্ডার, মো: আব্দুল কাইয়ুম, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, জব্দকৃত জাটকা অসহায়দের মাঝে বিতরণ করা হয় । এ অভিযান অব্যাহত থাকবে।