ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর গ্রামের মাঠপাড়া মোড় সংলগ্ন আক্কাচ আলীর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ ০৫ জনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা উক্ত উপজেলার হাজিপুর মুন্দিয়া গ্রামের মজিদ লস্কারের ছেলে জুয়েল রানা (৩০) এবং ইছাহাক আলীর ছেলে আরাফাত হোসেন (২২), বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের ওহাব বিশ্বাসের ছেলে জিহাদ হোসেন (২২) এবং জহুরুল ইসলামের ছেলে জাবের হোসেন (২৪) ও দয়াপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে মনিরুজ্জামান মনি (৩০)। ১৯ এপ্রিল রাতে অভিযানটি পরিচালনা করেন এসআই নাজমুল হোসেন। আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, প্রত্যেকে মাদক সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা দীর্ঘদিন ধরে তাদের আটকের চেষ্টা করছিলাম অবশেষে সফল হয়েছি। যদিও মাদক জব্দের পরিমান কম তারপরও এই সিন্ডিকেটটা ধরা জরুরী ছিলো। এই থানাকে মাদক মুক্ত করতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি যোগ করেন।