শার্শায় পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:১৭ পিএম
শার্শায় পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

যশোরের শার্শায়  অভিযান চালিয়ে এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুব ভোরে উপজেলার নাভারণ যাদবপুর (ঘোষপাড়া) ও কায়বা ইউনিয়নের বাগুড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- বাগুড়ী এলাকার মৃত সরোয়ার সরদারের ছেলে মাহামুদ আলী (৫৫) ও যাদবপুর (ঘোষপাড়া) এলাকার মৃত হাবিবুর রহমান মোড়লের ছেলে বিল্লাল হোসেন মোড়ল (৩৫)। 

পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন এজাহারভুক্ত এক আসামি বাগুড়ী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে মাহামুদ আলীকে গ্রেপ্তার করা হয়। অপর আরেক অভিযানে নাভারণ যাদবপুর (ঘোষপাড়া) থেকে পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেন মোড়লকে গ্রেপ্তার করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে