নাসিরনগরে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ পিএম
নাসিরনগরে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চলতি বোরো মৌসুমে  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলা খাদ্য গুদামে উপজেলা বোরো ধান সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিন প্রধান অতিথি হিসেবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন সরকার ধান ও চালের যে মূল্য নির্ধারণ করেছে তাতে কৃষকরা উপকৃত হবেন। কৃষক যাতে ন্যায্য মূল্য পান,সে বিষয়টি বিবেচনায় রেখে সরকার মূল্য নির্ধারণ করেছে ।  তাই কৃষকরা যাতে গুদামে ধান সরবরাহ করতে এসে কোন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন,কৃষি বিভাগ ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সজাগ থাকতে হবে। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান হোসেন শাকিল। এসময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আবু সালেমসহ কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,নাসিরনগর উপজেলায় সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে ১১৮০ মেট্রিক টন বোরো ধান  এবং ৪৯ টাকা দরে ৫১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে