বেনাপোল বন্দরে মে দিবস পালিত

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ১ মে, ২০২৫, ০৮:১৬ পিএম
বেনাপোল বন্দরে মে দিবস পালিত

"দুনিয়ার মজদুর এক হও"এই স্লোগানকে সামনে রেখে  বেনাপোল বন্দরে ১৩৯ তম আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে। কয়েক হাজার বন্দর শ্রমিকরা এ সমাবেশে অংশ গ্রহন করেন।

পহেলা মে আজ বৃহস্পতিবার দুপুরে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর আয়োজনে একটি র‌্যালী বেনাপোল বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

স্থলবন্দর হ্যান্ডলিং  শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে ও ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলীর সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। প্রধান বক্তা ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

সমাবেশে বক্তব্য রাখেন, সহ সভাপতি নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম,যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম শহিদ ও পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু,থানা ছাত্রদলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চয়ন, থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাগর,   বেনাপোল পৌর ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক শাওন, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, 

সমাবেশে হ্যান্ডেলিং শ্রমিকরা তাদের চিকিৎসার জন্য একটি নিজস্ব হাসপাতাল তৈরীর দাবী সহ শ্রমিকদের ঈদ বোনাস নিশ্চিত করা ও তাদের চাকরি নিশ্চিত করার দাবী জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক তবিবর রহমান তবি,স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সাধারণ সম্পাদক লিটন হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন,বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম,পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর আলী সহ ৮৯১ ও ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে