জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: বিশেষ সহকারী

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২ মে, ২০২৫, ০৩:০৬ পিএম
জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: বিশেষ সহকারী

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বললেন, 

“জনগণ বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা ও আস্থার প্রতীক মনে করে। তিনি অবিসংবাদিত নেত্রী। তিনি নেতাকর্মীদের প্রতিশোধপরায়ণ না হওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে পরিবারের কয়েকজন সদস্য থাকবেন। তবে তারেক রহমান এ মুহূর্তে আসবেন না। কখন আসবেন তা এখনই বলা যাচ্ছে না।”

অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস আরও যোগ করে বলেন, 

“জুলাই গণ-অভ্যুত্থানে অনেক শ্রমিকদের প্রাণ গেছে। নতুন বাংলাদেশ গড়ার প্রধান কারিগর এই শ্রমিকরা। প্রতিটি আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারা।”

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী বলেন, 

“১৯৯১ সালে খালেদা জিয়া শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়ে নিজেকে শ্রমিকের সহধর্মিণী হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করেন। গত দুই বছর শ্রমিকরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। আগামীতে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ হবে আধুনিক ও সমৃদ্ধ।”

আপনার জেলার সংবাদ পড়তে