মে মাসে কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৪:৩৯ পিএম
মে মাসে কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মে মাসের মূল্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৪ মে) বিকেল ৪টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশন জানায়, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এর আগে এপ্রিল মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল ১ হাজার ৪৫০ টাকা, আর মার্চে সেটি ছিল ১ হাজার ৪৫০ টাকা—ফেব্রুয়ারিতে যা ছিল ১ হাজার ৪৭৮ টাকা।

এছাড়া বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও নতুনভাবে নির্ধারণ করেছে বিইআরসি:

•  সাড়ে ১২ কেজি: ১,৪৯১ টাকা
•  ১৫ কেজি: ১,৭৮৯ টাকা
•  ১৬ কেজি: ১,৯০৮ টাকা
•  ১৮ কেজি: ২,১৪৬ টাকা
• ২০ কেজি: ২,৩৮৫ টাকা
•  ২৫ কেজি: ২,৯৮১ টাকা
•  ৩০ কেজি: ৩,৫৭৭ টাকা
• ৩৩ কেজি: ৩,৯৩৫ টাকা
•  ৪৫ কেজি: ৫,৩৬৬ টাকা

এদিন একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন দামে প্রতি লিটার অটোগ্যাস বিক্রি হবে ৬৫ টাকা ৫৭ পয়সা, যা আগে ছিল ৬৬ টাকা ৪১ পয়সা। অর্থাৎ ৮৪ পয়সা কমানো হয়েছে। বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের দাম অনুসারে এই সমন্বয় করা হয়েছে।

মূল্য সমন্বয়ের প্রেক্ষাপট:

মে মাসের জন্য সৌদি সিপি অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় দাম নির্ধারণ হয়েছে ৫৯৭ মার্কিন ডলার প্রতি মেট্রিক টনে। এর ভিত্তিতে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে মোট ১১ বার এলপিজি ও অটোগ্যাসের দাম পরিবর্তিত হয়। তার মধ্যে ৭ বার বাড়ানো হয়, ৪ বার কমানো হয়, এবং একবার (ডিসেম্বরে) দাম অপরিবর্তিত ছিল।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, কমিশন আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে প্রতি মাসে দাম নির্ধারণ করে। তবে সুশৃঙ্খল বাজার ও সঠিক বিতরণ নিশ্চিত করতে বিতরণকারী কোম্পানিগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।

আপনার জেলার সংবাদ পড়তে