“নির্বাচন কবে হবে” জানতে চেয়েছে রাশিয়া: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৫:০৯ পিএম
“নির্বাচন কবে হবে” জানতে চেয়েছে রাশিয়া: আমির খসরু

রাশিয়া বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও নির্বাচিত সরকারের অভ্যুদয়ের অপেক্ষায় রয়েছে এবং সে সরকারের সঙ্গেই তারা কাজ করতে আগ্রহী—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৪ মে) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতস্কি (খোজিন)–এর এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের পক্ষে আমির খসরু বলেন, “রাশিয়া জানতে চেয়েছে বাংলাদেশে নির্বাচন কবে হবে এবং কত দ্রুত হতে পারে। কারণ নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আন্তর্জাতিক অংশীদাররা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।” তিনি আরও বলেন, “যেসব দেশের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রকল্প ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তারা সকলেই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে।”

তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প প্রসঙ্গে বলেন, “প্রকল্পটি শেষ পর্যায়ে রয়েছে। তবে এর বাস্তবায়ন ও হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে। এই প্রকল্পে অনেক প্রশ্নও রয়েছে, যেগুলো নিয়ে স্বচ্ছ আলোচনার প্রয়োজন রয়েছে।”

বৈঠকে রাশিয়ার বাজারে বাংলাদেশের রফতানি সহজ করতে সহায়তা চেয়েছে বিএনপি। আমির খসরু বলেন, “দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে রাশিয়ার সহযোগিতা কামনা করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই রাশিয়া বাংলাদেশের পাশে ছিল—এই ঐতিহাসিক বন্ধুত্বের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে আমরা আগ্রহী।”

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আপনার জেলার সংবাদ পড়তে